শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সঠিক চিকিৎসায় ক্যান্সারের রোগী ভালো করা সম্ভব

—ব্যারিস্টার রফিক-উল হক

কালিয়াকৈর প্রতিনিধি

সঠিক চিকিৎসায় ক্যান্সারের রোগী ভালো করা সম্ভব

সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হলে ক্যান্সারের রোগী ভালো করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তিনি বলেন, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা হচ্ছে। শুধু আমাদের দেশে নয় বিশ্বেও সব স্থানেই এ রোগের চিকিৎসা করা হচ্ছে এবং রোগীরা ভালো হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ ায় ডা. ফরিদা হক মেমোরিয়াল-ইব্রাহীম জেনারেল হাসপাতালে গতকাল দুপুরে ক্যান্সার রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গতকাল দিনব্যাপী হেড অ্যান্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের উদ্যোগে নাক, কান, গলা, মুখ, শ্বাসনালি ও থাইরয়েড লালাগ্রন্থি রোগ ও ক্যান্সারের ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আবু হানিফ, অধ্যাপক ডা. এনায়েত করিম, অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, ডা. সাদিয়া শারমিনসহ ১৫ জন চিকিৎসক। কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর