জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘দ্রুত ক্ষমতা থেকে বিদায় নিন। বিদেশে গিয়ে পাঠানো টাকা ভোগ করুন। দেশকে দেউলিয়া করে ছেড়ে দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই।’ গতকাল সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ড. কামাল হোসেনের ৮১তম জন্মদিন উপলক্ষে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র ব্যানারে এই নাগরিক সংলাপের আলোচ্য বিষয় ছিল ‘বাংলাদেশের সংবিধানে বিধৃত আকাঙ্ক্ষা, বিদ্যমান পরিস্থিতি ও করণীয়।’ এতে সভাপতিত্ব করেন তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দররক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ড. কামাল হোসেন সরকারের উদ্দেশে আরও বলেন, ‘আমাদের ছাগল মনে করবেন না। এটা অন্ধ বোবার দেশ নয়। যারা দেশকে দেউলিয়া বানিয়েছে তাদের বিচার এদেশে হবেই। সময় থাকতে জনগণকে তাদের ক্ষমতা ভোগ করার ব্যবস্থা করে দিন। পৃথিবীর কোনো দেশে একসঙ্গে সরকারি ও বিরোধী দল ক্ষমতায় নেই। যারা সরকারে থাকে তারা আবার কী করে বিরোধী দল হয়ে যায়?’ তিনি বলেন, কোনো স্বৈরাচার চিরস্থায়ী নয়। স্বৈরাচারের পতন হবে হবেই।