মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

লন্ডনে বসে তারেক সরকারবিরোধী ষড়যন্ত্র করছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেই সরকার ও দলের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল ১০টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের লন্ডন থেকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে নেমে সোজা গণভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আগে থেকেই দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন তাকে শুভেচ্ছা জানাতে। এ সময় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রসঙ্গক্রমে লন্ডনে অবস্থানকারী তারেক রহমানের কথা ওঠে। এ সময় প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের বললেন, লন্ডনে বসে তারেক রহমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ব্রিটিশ সরকারের সঙ্গে কথা হয়েছে, আইনি প্রক্রিয়ায় তারেককে ফেরানো হবে। এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দল ও সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে। মিডিয়া এবং সোসাল মিডিয়ার মাধ্যমে সত্যকে প্রচার এবং অপপ্রচারের জবাব দিতে হবে। সত্যকে প্রচার না করলে তারা মিথ্যাকে সত্য বানিয়ে দেবে।  প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ দলীয় নেতা-কর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী রসিকতার ছলে স্বপনের উদ্দেশে বলেন, তুমি ভারপ্রাপ্ত হলে কীভাবে? জবাবে স্বপন বললেন, আপা চার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা দেশের বাইরে। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, শামসুন্নাহার চাপা, মির্জা আজম, মারুফা আকতার পপি, সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশিদ, নাজমা আকতার, অপু উকিল, পঙ্কজ দেবনাথ, মোতাহার হোসেন মোল্লা, খন্দকার শামসুল হক রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল-জুবাইলে ‘গাল্ফ শিল্ড-১’ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়ার সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে ১৫ ও ১৬ এপ্রিল সৌদি আরব সফর করেন। প্রধানমন্ত্রী তাঁর সফরের দ্বিতীয় পর্যায়ে ১৬ এপ্রিল লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের (সিএইচওজিএম) বৈঠকে যোগদান করেন।

সর্বশেষ খবর