রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় তিন নেতা কারাগারে দেখা করেছেন। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে নেতারা কারাগারে প্রবেশ করেন এবং সাড়ে ৫টায় বেরিয়ে আসেন। সাক্ষাৎকারী অপর দুই নেতা হলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

সাক্ষাৎ শেষে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত নির্জন কারাগার থেকে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে এবং তা উদ্বেগজনক। তাঁর বাম হাত আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। বাম পায়েও ব্যথা বেড়েছে। মেডিকেল বোর্ডের দেওয়া কোনো ওষুধেই তাঁর কাজ হচ্ছে না। এ অবস্থায়ও গণতন্ত্রের মুক্তির জন্য নেতা-কর্মীদের সাহসের সঙ্গে আন্দোলন করে যেতে বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে এ দায় সরকারকে নিতে হবে। বিএনপির এই মুখপাত্র জানান, খালেদা জিয়ার বাম হাত শক্ত হয়ে ওজন বেড়ে যাচ্ছে। বাম পাশ দিয়ে পা পর্যন্ত যন্ত্রণা বাড়ছে। সরকারি মেডিকেল বোর্ডের লেখা ওষুধগুলো কাজ করছে না। এ অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁর পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে রেখে দ্রুত চিকিৎসার প্রয়োজন। বেগম খালেদা জিয়া এখন যে পরিবেশে কারাগারে আছেন- তাতে একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবেন। এ অবস্থায় তাঁর থাকার পরিবেশ পরিবর্তন করা দরকার। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন দ্রুত তাঁর শরীর সুস্থ হয়ে উঠে এবং নেতা-কর্মীদের সাহসের সঙ্গে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন। প্রসঙ্গত, ১৯ এপ্রিল বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে কারাগারের গেট থেকে ফিরে আসেন এই তিন নেতা।

সর্বশেষ খবর