রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনে সরগরম দুই সিটি

গাজীপুরে দুই প্রার্থীর কৌশলী প্রচারণা

খায়রুল ইসলাম, গাজীপুর

গাজীপুর সিটি নির্বাচনে কাল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা দিনভর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়, পথসভা আর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম সকালে ছয়দানা এলাকায় নিজ বাসার সম্মেলন কক্ষে মহানগর প্রাইভেট মাদ্রাসা সমন্বয় পরিষদ নেতাদেরর সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি কালিয়াকৈর উপজেলার মৌচাকের নূরবাগ এলাকায় নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগের যৌথ সভায় যোগ দেন। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল প্রমুখ। সভা শেষে জাহাঙ্গীর আলম গাজীপুর সিটির ৪৩ নম্বর ওয়ার্ডের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে গণসংযোগ করেন। পরে তিনি ৪৪ ও ৪৭ নম্বর ওয়ার্ডের পাগাড় পাঠানপাড়া, ঝিনু মার্কেট, টিঅ্যান্ডটি বাজার, কেটু মোড়, গোপালপুর, শিলমুন ও মরকুনে পথসভায় বক্তব্য রাখেন। এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর মো. হাসান উদ্দিন সরকার সকাল ১০টায় দত্তপাড়া হাউস বিল্ডিং, বনমালা রেলগেট ও তিস্তাগেট এলাকায় নির্বাচনী প্রচার কার্যক্রম চালান। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ অন্য নেতারা। প্রচারণাকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বীর পক্ষ থেকে আমাকে ও আমার কর্মী-সমর্থকদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। আমি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই।’ এ ছাড়া সকালে গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাশিমপুরের হাতিমারা এলাকায় হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল আক্তার, মো. শওকত হোসেন সরকার, খন্দকার আলী হোসেন প্রমুখ। এ ছাড়া টঙ্গীতে প্রচারণার কাজে ছিলেন সাবেক এমপি খায়রুল কবির খোকনসহ অন্য নেতা-কর্মীরা। একই দিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আমান উল্লাহ আমান গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, লক্ষ্মীপুরা, পূর্ব চান্দনা এলাকায় প্রচারকাজে অংশ নেন। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আহম্মেদ আলী রুশদীসহ স্থানীয় নেতা-কর্মীরা। এ ছাড়া একই দিন দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পেশাজীবী নেতা ডা. ফরহাদ হালিম ডোনার গাজীপুর সিটির কাশিমপুর, ভবানীপুর এলাকায় প্রচারকাজ চালান। তার সঙ্গে ছিলেন জিয়া পরিষদ নেতা আসাদুজ্জামান সোহেল, মাফিকুর রহমান সেলিম প্রমুখ।

আওয়ামী লীগের যৌথ সভা : আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক গতকাল গাজীপুরে জেলা আওয়ামী লীগের এক যৌথ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের বলেছেন, জাতীয় নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন দুটি আলাদা বিষয়। তিনি সরকারকে হলুদ ও লাল কার্ড দেখানোর ব্যাপারে বিএনপির এক নেতার বক্তব্যের জবাবে বলেন, আসলে ওনারাই তো লাল কার্ড খেয়ে মাঠ থেকে বিতাড়িত হয়ে গেছেন। ওনারাই ওনাদের হলুদ কার্ড দেখাচ্ছেন। বিএনপির রাজনীতির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। বিএনপির রাজনীতির আর প্রয়োজন নেই।

সর্বশেষ খবর