রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

তারেক রহমানকে নিয়ে তাদের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই

—রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘তারেক রহমানের পাসপোর্ট থাকল কি থাকল না, এটা জাতির কাছে মুখ্য নয়। তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সন্তান। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন তারেক রহমান বাংলাদেশের প্রথম শ্রেণির নাগরিক। এ নিয়ে আওয়ামী লীগ কী বলল তাতে আমাদের কান দেওয়ার কোনো প্রয়োজন নেই।’ গতকাল দুপুরে গাজীপুরে ৩ নম্বর ওয়ার্ডে হাতিমারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ মন্তব্য করেন। ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে এতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার, আবদুর রশীদ মেম্বার, তাহাজুদ্দিন মোল্লা, যুবনেতা শরিফুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। কিন্তু সরকার বুঝতে পারছে না, বেগম জিয়াকে কারাগারে রেখে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। গণতন্ত্র রক্ষায় ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে ছাড়া বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না। আর বিএনপিকে নির্বাচনের বাইরে রাখলে সে নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না।’ বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘গাজীপুরে হাসান সরকারের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে তিন-চার লাখ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন ইনশা আল্লাহ। স্থানীয় নেতা-কর্মীদের বলছি, আপনারা নিজ নিজ ভোট কেন্দ্র পাহারা দেবেন। ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না। ইনশা আল্লাহ গাজীপুরের পাশাপাশি খুলনায়ও আমাদের মেয়র প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।’

সর্বশেষ খবর