রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
তদন্ত প্রতিবেদন

ভুল সংকেতে সেই ট্রেন দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জামালপুরে কমিউটার ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত ও ২৫ জন আহতের ঘটনায় বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, টঙ্গী স্টেশনের সিবিআই সিস্টেমের ট্র্যাক সার্কিট থেকে ভুল ইন্ডিকেশনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রতিবেদনে এ ঘটনার জন্য রেলের

দুজন কর্মচারী যথাক্রমে মো. আবদুর রাজ্জাক ও মো. আজিজুর রহমানকে দায়ী করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ছাড়াও উচ্চ বা চিফ পর্যায়ের অপর কমিটির তদন্ত প্রতিবেদন পূর্বাঞ্চলের জিএম বরাবরে গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুতির ঘটনায় চারজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন ২৫ জন। এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছিল রেলওয়ে প্রশাসন।

সর্বশেষ খবর