রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দেশে উন্নয়ন হলেও শ্রেণিবৈষম্য কমেনি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দেশে উন্নয়ন হলেও শ্রেণিবৈষম্য কমেনি

বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে শ্রেণিব্যবস্থার যে পরিবর্তন আসার কথা ছিল সেটি আসেনি। অর্থনৈতিক উন্নতি ঘটছে মেহনতিদের শ্রমে ঘামে ও পুঁজিবাদী কায়দায়, তাই শ্রেণিবৈষম্য কমেনি বরং বেড়েছে এবং বাড়ছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত ‘জাতি ও শ্রেণি প্রশ্নে চিন্তা ও দুশ্চিন্তা উপমহাদেশে, বাংলাদেশে’ শীর্ষক ৫ম জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশন গুণীজন বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ড. সিরাজুল ইসলাম বলেন, শ্রেণি প্রশ্নের মীমাংসাটাই সর্বাধিক জরুরি কিন্তু তার জন্য জাতি প্রশ্নেরও মীমাংসা চাই। কেননা জাতিগত ভেদাভেদটা জিইয়ে রেখে শাসক শ্রেণি চেষ্টা করে শ্রেণিচেতনাকে ভোঁতা করে দিতে। স্বাধীনতার পর জাতীয়তাবাদীরা কেউই শ্রেণি বিভাজনকে ভাঙতে চাননি। তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠায় আশা জেগেছিল যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে এবং মানুষ মুক্তি পাবে। কিন্তু কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি। কারণ যে ঐক্য, উদ্দীপনা, উদ্ভাবনা ও অঙ্গীকার মুক্তিযুদ্ধের সময় দেখা গিয়েছিল সেটা অক্ষুণ্ন থাকেনি। বরেণ্য এই শিক্ষাবিদ আরও বলেন, স্বাধীনতার পর অর্থনীতিকে সমাজতন্ত্র অভিমুখী চালনা করার উদ্যোগ নেওয়া হয়েছিল, শক্তিশালী একটি প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল। তার সদস্যরা অনেক পরিশ্রম ও গবেষণা করেছেন কিন্তু তাদের প্রস্তাবগুলো কার্যকর হয়নি। উল্টো প্ল্যানিং কমিশন নিজেই ভেঙে গেছে। তিনি বলেন, বাংলাদেশে এখন জ্ঞানের চর্চা কমে গেছে। মাটির তলে যেমন পানির স্তর কমে যাচ্ছে, বায়ুর মান নিম্নগামী, আমরা খবর রাখি না।

সর্বশেষ খবর