শিরোনাম
সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
বিশেষজ্ঞ মত

শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি, নেই বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক

গত বছরের জুলাই মাসে সমন্বয় মিটিংয়ে পাঁচটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু তার একটারও বাস্তবায়ন হয়নি। এ বছর বর্ষা বেশি হবে এবং আগেই শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে। এ ছাড়া ঢাকায় বেশ কয়েকটি মেগা প্রকল্প তো চলমান আছেই। তাই এ বছর যে ভয়াবহ দুর্ভোগ রাজধানীবাসীর জন্য অপেক্ষা করছে তা অনুমেয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন নগরবিদ স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, গত বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের উপস্থিতিতে এই সমন্বয় সভায় পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথম সিদ্ধান্ত ছিল একটি সমন্বিত পরিকল্পনার আওতায় রাজধানীর উন্নয়ন কাজ করা। এই পুরো কাজের সমন্বয়ের দায়িত্ব জনপ্রতিনিধিদের হাতে থাকবে। অর্থাৎ সে অনুযায়ী সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হবে। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় সঙ্গতিপূর্ণভাবে সমন্বয় করতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানের আওতায় থাকা অ্যাডহক কাজ সম্পন্ন করতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থাকে শতভাগ সচল করতে হবে। জরুরি ভিত্তিতে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে গণসম্পৃক্ততা তৈরি করতে হবে কিন্তু এর কোনোটাই হয়নি। ইকবাল হাবিব আরও বলেন, এ বছরে বর্ষা আরও এগিয়ে আসবে এবং অধিক পরিমাণে হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ঢাকা শহরে বেশ কয়েকটি মেগা প্রকল্প চলমান অবস্থায় রয়েছে। তাই রাজধানীবাসী  যে ভয়াবহ দুর্ভোগে পড়বে এটা এখন থেকেই স্পষ্ট।

সর্বশেষ খবর