শিরোনাম
সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ভোট সুষ্ঠু না হলেই আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ভোট সুষ্ঠু না হলেই আন্দোলন

সুষ্ঠু নির্বাচন না হলে গাজীপুর ও খুলনা সিটি থেকেই আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘গাজীপুরে সন্ত্রাস চলছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের।  সেখানে তাদের বেলায় আইন অমান্য হচ্ছে না। আর বিএনপিকে যারা সমর্থন করছেন তাদের ৪০/৪৫ জন নেতা-কর্মী একসঙ্গে একটি ঘরে কথা বলছিল, তাদের গ্রেফতার করা হয়েছে। এখানে একটা বিমাতাসুলভ আচরণ চলছে। নির্বাচন কমিশন দুই চোখে দুই রকম করে দেখছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সুষ্ঠু নির্বাচন না হলে ওই দুই সিটি  থেকেই আন্দোলনের সূচনা হবে।’

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের মুক্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সংগঠনের সহসভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, জিয়া পরিষদের মো. শফিকুল ইসলাম, এমতাজ হোসেন, লুত্ফর রহমান, দেলোয়ার হোসেন, আলিমুজ্জামান, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম শহিদ, আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর