শিরোনাম
সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ আঞ্চলিক নিরাপত্তায় ঝুঁকি

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ আঞ্চলিক নিরাপত্তায় ঝুঁকি

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনাটি এই অঞ্চলের জন্য নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গতকাল ত্রিপুরার রাজধানী আগরতলায় সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শ্রিংলা জানান, ‘মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি কেবল বাংলাদেশের ক্ষেত্রেই নয়, গোটা অঞ্চলের ক্ষেত্রেই তা অত্যন্ত নিরাপত্তাজনিত ঝুঁকি। বাংলাদেশ ইতিমধ্যেই এই সমস্যা সমাধানে কাজ শুরু করে দিয়েছে। তারা জাতিসংঘেও এই বিষয়টি উত্থাপন করেছে। মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি একাধিক এজেন্সি মারফত এ ব্যাপারে কাজ করছে বাংলাদেশ সরকার। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এই সম্পর্কিত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এটা নিশ্চিতভাবে মানবিক সংকট হলেও বাংলাদেশের পাশাপাশি সমগ্র অঞ্চলের কাছেই একটা কমন সিকিউরিটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে সহিংসতা তৈরি হওয়ায় প্রায় সাত লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। সব মিলিয়ে প্রায় ১০ লাখের ওপর রোহিঙ্গা অবস্থান করছে বাংলাদেশে। বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ প্রসঙ্গে শ্রিংলা জানান, ‘২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর আইনশৃঙ্খলা এজেন্সিগুলো যে কোনো জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছে। ওই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। এই সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়, এটা একটা চলমান প্রক্রিয়া’। গত বৃহস্পতিবার ত্রিপুরা সফরে আসেন হর্ষবর্ধন শ্রিংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, রাজ্যপাল তথাগত রায়সহ অন্য শীর্ষ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রিংলা। ভারত-বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের কথা বলতে গিয়ে এই কূটনীতিক জানান, ‘পারস্পরিক সহযোগিতা, সুবিধা ও একে অপরের প্রতি শ্রদ্ধার ওপর ভিত্তির ওপরেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ও অংশীদারিত্ব গড়ে উঠেছে। আজ আমরা উভয়েই শ্রেষ্ঠতর সম্পর্ক উপভোগ করছি। গত ১০ বছরে এই সম্পর্কগুলো ব্যাপকভাবে উন্নতি লাভ করেছে’।

সর্বশেষ খবর