শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

মাহাথিরের বিজয়ে উল্লসিত এরশাদ

নিজস্ব প্রতিবেদক

মাহাথিরের বিজয়ে উল্লসিত এরশাদ

মালয়েশিয়ায় ৯২ বছর বয়সে ড. মাহাথির মোহাম্মদের বিজয়ে উল্লসিত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, তার এ বিজয় গোটা বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।  এরশাদ বলেন, যিনি মালয়েশিয়াকে উন্নত বিশ্বের পর্যায়ে পৌঁছে দিয়ে স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। তিনি যখন দেখলেন তার স্বপ্নের গড়া দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে তখন তিনি আবার জীবনের শেষ প্রান্তে এসে দেশের হাল ধরলেন। মাহাথির মোহাম্মদের বিজয়ে  প্রতিক্রিয়া জানতে চাইলে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে একথা বলেন এরশাদ। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আমি বিশ্বাস করি মাহাথির অতীতে যেভাবে মালয়েশিয়াকে এগিয়ে নিয়ে ছিলেন, আবার সেই পর্যায়ে কিংবা তার চেয়ে উন্নত অবস্থানে মালয়েশিয়াকে নিয়ে যেতে সক্ষম হবেন। মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ে আমি অভিনন্দন জানাই। ব্যক্তিগত বন্ধুত্ব ও বাংলাদেশের প্রতি মাহাথিরের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে তিনি মাহাথির মোহাম্মদের সুস্থতা এবং দীর্ঘ জীবনও কামনা করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ আশা প্রকাশ করেন, ২০০৩ সালে ড. মাহাথির মোহাম্মদ স্বেচ্ছায় প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর মালয়েশিয়ার অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়েছে তা স্বল্পসময়ের ব্যবধানেই কাটিয়ে উঠতে পারবে দেশটির নতুন নেতৃত্ব। আর এই বৈপ্লবিক বিজয়ে অবদান রাখার জন্য মালয়েশিয়ার জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, আমি আশা করি মাহাথিরের নেতৃত্ব মালয়েশিয়ায় আবারও বাংলাদেশিদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। এ ছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে মালয়েশিয়ার নতুন সরকার।

সর্বশেষ খবর