শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা
চ্যারিটেবল ট্রাস্ট মামলা

খালেদার জামিন ৪ জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৪ জুন পর্যন্ত বাড়িয়েছে আদালত। এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের নির্ধারিত দিন গতকাল জামিন বাড়াতে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। খালেদা জিয়ার অনুপস্থিতির কারণে তিনি যুক্তিতর্ক পেছানোর আবেদন করেন। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান শুনানি শেষে যুক্তিতর্ক শুনানি পিছিয়ে ৪ জুন দিন ধার্য করেন। ওই দিন পর্যন্ত খালেদার জামিনও বাড়ানো হয়। দুদকের আইনজীবী মোশাররফ হেসেন কাজল শুনানিতে বলেন, ‘খালেদা জিয়া ইচ্ছা করেই আদালতে উপস্থিত হচ্ছেন না। খালেদা অসুস্থ বলে হাঁটতে চান না। তিনি হুইল চেয়ারে উঠবেন না, আবার ১০০ গজ হাঁটতেও পারবেন না। মূলত আইনজীবীদের পরামর্শে তিনি আদালতে উপস্থিত হচ্ছেন না।’ কাজল বলেন, ‘খালেদা জিয়া আগে থেকেই অসুস্থ ছিলেন। ১০ বছর ধরে এ অবস্থায় আদালতে উপস্থিত হয়েছেন। এখন মামলার বিচারে দেরি করানোর জন্যই আইনজীবীদের পরামর্শে তিনি আদালতে উপস্থিত হচ্ছেন না।’ ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। এ ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে দুদুক এ মামলা করে।

সর্বশেষ খবর