সোমবার, ১৪ মে, ২০১৮ ০০:০০ টা
কূটনীতিকদের সঙ্গে বৈঠক

নাজিমউদ্দিন রোড থেকে খুলনা সব জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নাজিমউদ্দিন রোডের নির্জন কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বন্দী জীবন থেকে শুরু করে খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে দলীয় নেতা-কর্মী গ্রেফতার এবং পক্ষপাতমূলক ব্যবস্থা সম্পর্কে কূটনীতিকদের          সবকিছুই অবহিত করল বিএনপি। তার মধ্যে আগামী একাদশ জাতীয় নির্বাচন থেকে শুরু করে গণতন্ত্র, আইনশৃঙ্খলার অবনতি, অর্থনীতি এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যন্ত সবকিছুই স্থান পেয়েছে। গতকাল বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস ও হাই কমিশনের প্রতিনিধিদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতি অবহিত করেন।

বিকাল ৪টা থেকে ৫টা ২৫ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার এ বৈঠকে কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, স্পেন, জাপান, রাশিয়াসহ মোট ১৬টি দেশের কূটনীতিক অংশ নেন। এ ছাড়া ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ছাড়াও বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা, তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগের মামলায় দেওয়া সাজা ও হাই কোর্ট প্রদত্ত জামিনসহ কারাগারে তাঁর অসুস্থতা এবং তাঁকে প্রয়োজনীয় চিকিৎসানা দেওয়া, নিকটাত্মীয়-স্বজনদের সাক্ষাৎ করতে না দেওয়ার বিষয়গুলো কূটনীতিকদের অবহিত করা হয়। এ ছাড়া ১৫ মে অনুষ্ঠেয় খুলনা সিটি নির্বাচনকে কেন্দ্র করে সরকার প্রশাসন এবং পুলিশ প্রশাসনসহ ক্ষমতাসীন দলের তাণ্ডবের কথা তুলে ধরা হয়। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে খুলনায় বিএনপি ও ২০ দলের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতারের বিষয়টিও অবহিত করা হয়। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশিসহ ভোটকেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থীর পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে পুলিশ ও সন্ত্রাসীদের প্রদত্ত প্রাণনাশের হুমকির কথাও তুলে ধরা হয়। মহিলা এজেন্টদের বাড়িতে মহিলা পুলিশ পাঠিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এ ছাড়া ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার কীভাবে নীল-নকশা করছে’— বিএনপির পক্ষ থেকে তার বিস্তারিত তুলে ধরে বলা হয় যে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসন্ন জাতীয় নির্বাচন থেকে বাইরে রাখার জন্যই মূলত বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগের মামলার মাধ্যমে সাজানো রায় দিয়ে কারাগারে রাখা হয়েছে। কারাগারে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কিন্তু তাঁকে কোনো চিকিৎসাদেওয়া হচ্ছে না এবং তাঁর কোনো আত্মীয়-স্বজনকেও পর্যন্ত তাঁর সঙ্গে কারাগারে দেখা করতে দেওয়া হচ্ছে না। 

মওদুদের ব্রিফিং : বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে জানান, হাই কোর্টের নির্দেশ লঙ্ঘন করে সরকার খুলনা মহানগরীতে সিটি নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করছে। এ ব্যাপারে দলের পক্ষ থেকে হাই কোর্টে রবিবার (গতকাল) আরও একটি রিট করা হয়েছে।  আজ সোমবার এ ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর