সোমবার, ১৪ মে, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের হিসাব চান মওদুদ

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু স্যাটেলাইটের হিসাব চান মওদুদ

মহাকাশে উেক্ষপিত বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্পে কত অর্থ ব্যয় হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আজকে আমাদের দাবি দেশের মানুষের কাছে সরকারকে জানাতে হবে, এই প্রকল্পে আমাদের কত টাকা খরচ হয়েছে, কীভাবে খরচ হয়েছে? কাদের মাধ্যমে খরচ হয়েছে? কাদেরকে এই চুক্তি দেওয়া হয়েছিল? কত টাকায় চুক্তি দেওয়া হয়েছিল।’ গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শফিউল বারী মুক্তি পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তি দাবিতে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। সাবেক এই আইনমন্ত্রী বলেন, এই প্রকল্পে কত অর্থ অপচয় হয়েছে, কত অর্থের দুর্নীতি হয়েছে এটা দেশের মানুষের জানার অধিকার আছে। প্রকল্পের অর্থ পরিপূর্ণভাবে খরচ করার জন্য  যে মনিটরিং প্রয়োজন, যে তত্ত্বাবধায়ন প্রয়োজন  সেটা করা হয়েছে কিনা তা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে বলে আমি মনে করি।’ মহিবউল্লাহ মুজিবের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, গোলাম সারোয়ার, ইয়াসীন আলী, সাইফুল ইসলাম ফিরোজ, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, ফরিদ উদ্দিন ফরিদ, শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন প্রমুখ বক্তব্য দেন।

মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানো সম্পর্কে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘সরকার মহাকাশে একটা স্যাটেলাইট পাঠিয়েছে। এটা আমাদের সবার জন্য একটা গৌরবের বিষয়   যে, বাংলাদেশের একটা স্যাটেলাইট মহাকাশে পরিভ্রমণ করবে।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি হলে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘খুলনা সিটি নির্বাচনে যদি কোনো রকমের অনিয়ম হয়, কেন্দ্র দখল করে, ভোট চুরি করে,  ভোট ডাকাতি করে যদি নির্বাচন সম্পন্ন করা হয়, সেই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করব এবং সেই নির্বাচনের বিরুদ্ধেও আমরা আন্দোলন করব। খুলনা মহানগরের জনগণ এ ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করবে এবং একটা সক্রিয় কর্মসূচি গ্রহণ করবে এই বিশ্বাস আমাদের আছে।’ প্রবীণ এই রাজনীতিবিদ অভিযোগ করে বলেন, ‘আমাদের কাছে খবর আছে, ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে সাদা  পোশাকের এজেন্টদের পাঠানো হচ্ছে সরকারি কিছু কিছু কর্মকর্তাদের ওই কেন্দ্র দখল করে ব্যালট বাক্সে ভুয়া ব্যালট পেপার ঢুকানোর জন্য। ব্যালট বাক্স ভর্তি করবে ভুয়া ভোট দিয়ে, কারচুপি করবে। আমাদের এজেন্টদের বলছে, কেন্দ্রে আসতে দেবে না। ভয়ভীতি দেখিয়ে গত তিন রাত যাবৎ তাদের বাড়িতে থাকতে দেয়নি এবং দিচ্ছে না।’

নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা বেশি দাবি করে তিনি বলেন, ‘আমরা আশা করব খুলনায় যাতে নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে যাতে কোনোরকমের হস্তক্ষেপ না হয়। খুলনার জনগণ যেভাবে ভোট দিতে চায় তারা সেভাবে ভোট দেবে। সেই ভোটে আমাদের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাআল্লাহ।’ আগামী নির্বাচনে খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপি অংশ নেবে বলে জানান মওদুদ আহমদ।

সর্বশেষ খবর