সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

রমজানে পণ্যমূল্য বৃদ্ধি করা শরিয়তে অত্যন্ত নিন্দনীয়

নিজস্ব প্রতিবেদক

রমজানে পণ্যমূল্য বৃদ্ধি করা শরিয়তে অত্যন্ত নিন্দনীয়

ফরীদ উদ্দীন মাসঊদ

শোলাকিয়া ঈদগার ইমাম ও বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, রমজান আসলে আমাদের দেশের পণ্যের মূল্য বৃদ্ধির যে ট্রেন্ড চলে আসছে, এটা শরিয়তে অত্যন্ত নিন্দনীয় কাজ। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। রমজানে পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, রমজান আসলে মানুষের সহযোগিতা করার কথা হাদিসে আছে। রসুল (স.) বলেছেন, রমজান হচ্ছে সহমর্মিতার মাস, সহানুভূতি প্রকাশের মাস। এ ক্ষেত্রে রমজান আসলে প্রতিটি পণ্যেরই মূল্য কমানো উচিত ছিল। ব্যবসায়ীরা পণ্যমূল্য কমানোর মাধ্যমে তার ক্রেতাদের প্রতি সহমর্মিতা দেখাতে পারতেন। তবে আমাদের দেশে তা হচ্ছে না। পণ্য মূল্য না কমিয়ে বরং অনেক বৃদ্ধি করা হচ্ছে। তিনি বলেন, প্রতি বছর রমজান আসলেই আমাদের দেশে সব প্রকার পণ্যের মূল্য বৃদ্ধির যে ট্রেন্ড চলে আসছে, এটা শরিয়তে অত্যন্ত নিন্দনীয় বিষয়। এ ধরনের মানসিকতাটাও নিন্দনীয়। তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের বিশেষ করে মুসলিম দেশে রমজান আসলে পণ্যমূল্য কমানোর হিড়িক পড়ে। লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশেও প্রতি বছর রমজান জুড়েই চলে মূল্য ছাড়ের হিড়িক। অথচ আমাদের দেশে ঠিক তার উল্টো। আমাদের দেশের ব্যবসায়ীরা ধর্মীয় দিক থেকে পবিত্র এ মাসকেই সব চেয়ে বেশি লাভবান হওয়ার জন্য বেছে নিয়েছেন। মাওলানা মাসঊদ বলেন, যে কোনো সময় মানুষকে কষ্ট দেওয়া গুনার কাজ। আর রমজান মাসে ভালো কাজের যেমন সওয়াব ৭০ গুণ হবে তেমনি খারাপ কাজের গুনাও ৭০ গুণই হবে।

 তাই পণ্যের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ব্যবসায়ীরা অত্যন্ত গুনার কাজ করছেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাসুল এ করিম (স.) এর বাণীর প্রতি আনুগত্য প্রকাশ করে জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে পণ্যের মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকতে হবে। জনসাধারণের জন্য কষ্টকর হয় এমন কিছু না করার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এই ইসলামী চিন্তাবিদ।

সর্বশেষ খবর