সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

আরও কঠোর ভেজালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

আরও কঠোর ভেজালবিরোধী অভিযান

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যারা খাদ্য পণ্যে ভেজাল দিচ্ছে, নিম্নমানের পণ্য বাজারজাত করছে— তাদের বিরুদ্ধে চলমান অভিযান আরও কঠোর করা হবে। জনস্বার্থে অনিয়মের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। গতকাল বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) মিলনায়তনে আয়োজিত ‘আন্তর্জাতিক পদ্ধতির এককসমূহের ক্রমবিবর্তন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী আরও বলেন, বিএসটিআইয়ের চলমান ভেজালবিরোধী বিশেষ অভিযান রমজান উপলক্ষে আরও জোরদার করতে হবে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিম্নমান, ভেজাল, নকল ও অস্বাস্থ্যকর পণ্য কেনা-বেচার মাধ্যমে রমজানের পবিত্রতা বিনষ্ট করতে না পারে- সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমু বলেন, রমজান পবিত্র মাস। কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী এই মাসেই অতিরিক্ত মুনাফার লোভে নানা ধরনের ভেজাল পণ্য বিক্রি করেন, পণ্যের দাম বৃদ্ধি করেন। মানুষকে সেবা দেওয়ার পরিবর্তে ঠকানোর উপায় খোঁজে। এটা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। বিএসটিআই মহাপরিচালক সরদার আবুল কালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক, বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

সর্বশেষ খবর