সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

ক্রীড়া বিশ্বেও সামাজিক ব্যবসার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

ক্রীড়া বিশ্বেও সামাজিক ব্যবসার উদ্যোগ

অলিম্পিক প্রেসিডেন্ট টমাস বাখের সঙ্গে বৈঠক করেছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এমডি প্রফেসর মুহাম্মদ ইউনূস। গত ১৫ মে সুইজারল্যান্ডের লুজানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতরে এই বৈঠকটি হয়। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, সামাজিক ব্যবসাকে ক্রীড়া বিশ্বের মূলধারায় নিয়ে আসতে ইউনূস সেন্টার ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মধ্যকার সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করতে অলিম্পিক প্রেসিডেন্ট প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আলোচনাকালে টমাস বাখ প্রফেসর ইউনূসকে এ বছরের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে অনুষ্ঠেয় ‘ইয়ুথ সামার গেম্স ২০১৮’-এ যোগদানের আমন্ত্রণ জানান। ইয়ুথ সামার গেম্সের সমান্তরালে বুয়েনস আয়ারসে অনুষ্ঠেয় ‘অলিম্পিজম ইন অ্যাকশন ফোরাম’-এ ভাষণ দেওয়ার জন্যও তিনি প্রফেসর ইউনূসকে অনুরোধ করেন। এ ছাড়াও তরুণদের অংশগ্রহণ ও প্রাক্তন অ্যাথলেটদের পুনঃরূপান্তরের সম্ভাবনার ক্ষেত্রগুলো নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়। পরদিন ১৬ মে প্রফেসর ইউনূস ‘থিংকস্পোর্টস’ এবং ‘ইকোল পলিটেকনিক ফেডারেল দ্য লুজান’ কর্তৃক আয়োজিত ক্রীড়া ক্ষেত্রে উদ্ভাবন বিষয়ক সম্মেলনে বক্তৃতা দেন। বিকালে তিনি ইকোল পলিটেকনিক ফেডারেল দ্য লুজানের ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার আয়োজিত ‘ক্রীড়া ক্ষেত্রে কীভাবে সামাজিক ব্যবসা সৃষ্টি করা যায়’ বিষয়ক একটি কর্মশালায় অংশ নেন।

সর্বশেষ খবর