সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

তিন বছরের বেশি ঢাকায় থাকা শিক্ষক বদলি করুন

নিজস্ব প্রতিবেদক

তিন বছরের বেশি ঢাকায় থাকা শিক্ষক বদলি করুন

রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সব শিক্ষক তিন বছরের বেশি সময় ধরে আছেন, তাদের অন্যত্র বদলি করে দেওয়ার কথা বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। কোচিং বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের দিকে ইঙ্গিত করে প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন। একই সঙ্গে কোচিং বাণিজ্য নিয়ে হাই কোর্টের জারি করা রুল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। অন্যদিকে কোচিং সেন্টারের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। এদের অনেকেই কোচিং বাণিজ্য করছেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের দিকে ইঙ্গিত করে প্রধান বিচারপতি বলেন, তিন বছর পর পর তো বদলি করার কথা, এখানে কেন হচ্ছে না।

সর্বশেষ খবর