সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

একরাম হত্যার অডিও হাতে তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে প্রকাশিত অডিও হাতে পেয়েছি। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তার তদন্ত চলছে। গতকাল সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতদিন মাদক না নির্মূল হবে, ততদিন মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ হতে থাকবে, অভিযানও চলবে। মাদকের বিরুদ্ধে অলআউট যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) আয়োজনে দেশব্যাপী মাদকবিরোধী ফেস্টুন বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনী ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ২৬ মে মাদকবিরোধী অভিযানে টেকনাফে একরামুল হক নিহত হন। তাকে বাসা থেকে ডেকে নেওয়ার পর হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। একরামুল নিহত হওয়ার ঘটনা অডিও ইউটিউবে প্রকাশ হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। র?্যাব বলেছে, প্রকাশ হওয়া অডিও খতিয়ে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবসমাজকে বাঁচাতে হবে। মেধা নষ্ট হতে দেওয়া যাবে না। এজন্য মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদকের আগ্রাসন সবাইকে ভাবিয়েছে। বন্দুকযুদ্ধে যারা নিহত হচ্ছে, তাদের কিছুতেই আমরা কন্ট্রোল করতে পারছিলাম না। কেউ নিহত বা আহত হোক এটা আমাদের কাম্য নয়। কোনো হত্যা তদন্তের বাইরে নয়। আমাদের উদ্দেশ্য মাদকের ভয়াবহতা থেকে সবাইকে সরিয়ে আনা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, কারাগারে ৮৫ হাজার বন্দীর মধ্যে ৩৭ শতাংশই মাদকসেবী। মাদক বিরোধী অভিযানে খেয়াল রাখতে হবে নিরীহ কেউ যেন এর শিকার না হন। ডিএনসির মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ বলেন, দেশব্যাপী ৩৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী ফেস্টুন বিতরণ করা হবে। প্রাইভেট ইউনিভার্সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য একেএম এনামুল হক শামীম জানান, মাদক ক্যান্সারের চেয়ে ভয়াবহ। ছাত্র ও যুব সমাজকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সভাপতির বক্তব্যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ আলী নকী বলেন, সারা বিশ্বেই মাদকের ব্যবহার বাড়ছে। প্রবৃদ্ধি বাড়লে এর প্রবণতাও বেড়ে যায়। এ অবস্থায় দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ হাত ধরাধরি করে এগিয়ে যায়। এটাকে থামাতে হবে। মাদক সরবরাহকারীদের প্রতিহত করতে হবে।

সর্বশেষ খবর