সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে আরও দুজন নিহত ঢাকায় গ্রেফতার ৭০

নিজস্ব প্রতিবেদক

পুলিশ ও র‌্যাবের মাদকবিরোধী অভিযান চলা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে আরও দুজন নিহত হয়েছেন। গত শনিবার দিনগত রাত থেকে গতকাল ভোর পর্যন্ত রংপুর ও টাঙ্গাইলে এ নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানীতে অভিযানে গ্রেফতার হয়েছেন আরও ৭০ জন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রংপুর : কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকা থেকে গতকাল ভোরে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রাত পৌনে ৪টার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের টাংরিরবাজার এলাকায় মাদক চোরাকারবারিদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে কাউনিয়া থানার ওসি মামুন অর রশীদ দাবি করেছেন। নিহত রফিকুল ইসলাম অপি (৫৩) ওই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হরিণচড়া গ্রামের আহসান আলীর ছেলে। তার নামে কাউনিয়া থানায় মাদক আইনের ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। রংপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, টাংরিরবাজার এলাকায় দুই দল মাদক চোরাকারবারির মধ্যে গোলাগুলি চলছে খবরে আমরা সেখানে যাই। গিয়ে দেখি একটি গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। পরে স্থানীয় লোকজন লাশটি মাদক ব্যবসায়ী রফিকুলের বলে শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, ৪৬ বোতল ফেনসিডিল, ১৯৬টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন অর রশীদ জানান, রফিকুল এর আগে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। তার স্ত্রী গিন্নি বেগম ও ছেলে কামরুলও একাধিক মাদক মামলার আসামি। রফিকুলের মৃত্যুর পর তাদের এলাকায় পাওয়া যাচ্ছে না।

টাঙ্গাইল : কালিহাতীতে মাদকবিরোধী অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ মো. রুহুল ওরফে কাইলা রুহুল নিহত হয়েছেন। র‌্যাব দাবি করেছে, তিনি মাদক ব্যবসায়ী। ঘটনার সময় দুই র‌্যাব সদস্যও আহত হন। রাত পৌনে ২টার দিকে উপজেলার গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুলের বাড়ি ওই গ্রামেই। টাঙ্গাইল র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার গোলড়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত রুহুলের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সর্বশেষ খবর