মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

শক্ত ভিত্তির ওপর কাজ করছে দুদক

নিজস্ব প্রতিবেদক

শক্ত ভিত্তির ওপর কাজ করছে দুদক

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক বর্তমানে শক্ত ভিত্তির ওপর কাজ করছে। বাংলাদেশে আগের যে কোনো সময়ের তুলনায় দুর্নীতি কমেছে। ফলে দুদকের ওপর সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। আমরা ছোট-বড় সব দুর্নীতিবাজকে আইনের আওতায় আনার কাজ শুরু করেছি। তিনি গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুর্নীতিবিরোধী কনভেনশনে তার বক্তৃতায় এসব কথা বলেন। সেখানে নবম ইমপ্লিমেনটেশন রিভিউ গ্রুপের সম্মেলন শুরু হয়েছে। তিনি বর্তমান দুদকের চলমান কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন। তিনি বলেন, আদালত থেকে দণ্ডিত কোনো অপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করার ব্যাপারে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করেছে বাংলাদেশ। এ ছাড়া গণশুনানির বিষয়ে তিনি ধারণা দেন। সম্মেলনে বাংলাদেশ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে।

সর্বশেষ খবর