মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

সাকিবদের ডু অর ডাই ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

সাকিবদের ডু অর ডাই ম্যাচ

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে পাত্তাই পায়নি বাংলাদেশ। সাকিবদের উড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেছেন রশিদরা। একই ভেন্যু দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচ। হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের। তাই আজকের টি-২০ ম্যাচটি সাকিবদের জন্য ‘ডু অর ডাই’। প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনাররা ভালো করলেও ব্যর্থ ছিলেন পেসাররা। ব্যাটিংয়ে তো আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সাকিবরা। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। আফগানিস্তানের বোলিং লাইনআপ খুবই শক্তিশালী। তিন স্পিনার রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী যেকোনো ব্যাটসম্যানের জন্যই আতঙ্ক। এই স্পিন-ত্রয়ী বাংলাদেশের ইনিংসে ধস নামিয়ে দিয়েছিল। তাই বলে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটসম্যান থাকার পরও মাত্র ১২২ রানে গুটিয়ে যাবে বাংলাদেশ? অবশ্য আগের ম্যাচে মাঠে আফগান স্পিনাররা যতটা না ভয়ঙ্কর ছিলেন, তার চেয়েও ক্ষতি করেছে টাইগারদের ‘মনের ভয়’! বাইশগজে বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখে মনে হয়েছে যেন এর আগে তারা কখনো এমন মানের বোলারদের মোকাবিলা করেননি! রশিদদের জুজু যেন পুরো ম্যাচে সাকিবদের তাড়া করেছে! এ কারণেই নিজেদের স্বাভাবিক পারফরম্যান্সও প্রদর্শন করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। আজ কি মনের ভয়কে তাড়াতে পারবেন সাকিবরা?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর