শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

চাপের মুখে অভিবাসী পরিবার বিচ্ছিন্ন করার নীতি পাল্টালেন ট্রাম্প

প্রতিদিন ডেস্ক

জনমতের চাপে সিদ্ধান্ত পাল্টে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে অবৈধ অভিবাসনের অভিযোগে আটক পরিবারের সদস্যদের এক সঙ্গে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বিবিসি এক প্রতিবেদনে বলেছে, বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করা বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা রাখার নীতি আন্তর্জাতিক পর্যায়ে কঠোর সমালোচনার মুখে পড়ার পর ট্রাম্পের এই নির্বাহী আদেশ এল। বুধবার হোয়াইট হাউসে ওই নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেন, গ্রেফতার বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের বিচ্ছিন্ন করার দৃশ্য তিনি আর দেখতে চান না। তবে ইতিমধ্যে যে পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে আলাদাভাবে রাখা হয়েছে, তাদের বিষয়ে নির্বাহী আদেশে কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের বরাতে বিবিসি বলেছে, ৫ মে থেকে ৯ জুনের মধ্যে মোট ২ হাজার ২০৬ জন কারাবন্দি বাবা-মায়ের কাছ থেকে ২ হাজার ৩৪২ জন শিশুকে আলাদা করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

তবে অভিবাসন নীতিতে পরিবর্তন আনলেও ট্রাম্প বলেছেন, তার সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের বিচার চালিয়ে যাবে। ট্রাম্প বলেছেন, তার স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভাঙ্কা অভিবাসী পরিবারগুলোকে বিচ্ছিন্ন করার নীতি পরিবর্তনের পক্ষে জোরালো অবস্থানে ছিলেন। পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা আমরা আর দেখতে চাই না। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন, নির্বাহী আদেশ দিয়ে তিনি ওই নীতিতে পরিবর্তন আনতে পারবেন না। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এর জন্য কংগ্রেসের সম্মতি প্রয়োজন হবে।  কংগ্রেসে রিপাবলিকান পার্টির নেতা পল রায়ান ওই বিলের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও বলেছেন, তারা সুন্দরভাবেই বিষয়টির সমাধান করতে চান।

সর্বশেষ খবর