শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

মাদকাসক্তি থেকে বাঁচাতে পারে ইয়োগা : কাদের

কূটনৈতিক প্রতিবেদক

মাদকাসক্তি থেকে বাঁচাতে পারে ইয়োগা : কাদের

মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে যোগব্যায়াম বা ইয়োগা একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে চতুর্থ আন্তর্জাতিক ইয়োগা দিবস উপযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আজকে তরুণ সমাজে মাদক যখন হিংস্র ছোবল দিচ্ছে, যখন তা সুনামির মতো সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, তখন ইয়োগা বা যোগব্যায়াম শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে। ইয়োগার অভ্যাসে শরীর ও মন দুটোই ভালো থাকবে। কর্মক্ষম সুস্থ জীবনের মূলমন্ত্র হলো- এই ইয়োগা। যোগব্যায়াম করলে তরুণরা আরও বেশি সৃজনশীল কর্মোদ্যমে নিজেদের নিয়োজিত করতে পারবে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিজের হাঁটু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে কাদের বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ইয়োগা করতে পারছি না। ভারতীয় দূতাবাসের সহযোগিতায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে ইয়োগা দিবসের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। স্বাগত বক্তব্য দেন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

সর্বশেষ খবর