শুক্রবার, ২২ জুন, ২০১৮ ০০:০০ টা

হচ্ছে প্লাস্টিক ও মুদ্রণ শিল্পনগরী

নিজস্ব প্রতিবেদক

হচ্ছে প্লাস্টিক ও মুদ্রণ শিল্পনগরী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চলতি অর্থবছরে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ‘বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ এবং ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে ৭৪৭টি প্লটে ৭৩৫টি শিল্প ইউনিট স্থাপিত হবে এবং ৩৩ হাজার ২০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। সংসদের চলমান বাজেট অধিবেশনে গতকাল টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের (মুন্সীগঞ্জ-১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আমির হোসেন আমু আরও জানান, সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বাফার গোডাউন নির্মাণের কার্যক্রম চলছে। সরকারি দলের এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর আওতায় মুদ্রণ শিল্পের জন্য একটি পৃথক শিল্পনগরী স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর