রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

কৈলাস মানসসরোবরে তীর্থযাত্রায় রাহুল

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

কৈলাস মানসসরোবরে তীর্থযাত্রায় রাহুল

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র কৈলাস মানসসরোবরে তীর্থযাত্রায় যাবেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সেই অনুমতি দেয়নি বলে কংগ্রেস সূত্রে বলা হয়েছে। আগামী লোকসভা নির্বাচনের আগে ভারতের হিন্দুদের মন জয় করার জন্যই এ সিদ্ধান্ত। কর্ণাটক বিধানসভা নির্বাচন চলাকালে রাহুল গান্ধীর বিমান আচমকা উচ্চতা হারিয়ে ফেলেছিল আকাশে। কোনোরকমে সেই বিমান অবতরণ করে। গত ২৯ এপ্রিল দিল্লির রামলীলা ময়দানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল বলেছিলেন, ‘আমার বিমান যখন আচমকা উচ্চতা হারিয়ে ফেলে আমি অন্য যাত্রীদের মতোই ভেবেছিলাম বোধহয় সব শেষ হয়ে গেল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পার্টি থেকে ছুটি নিয়ে কৈলাস মানসসরোবরে তীর্থযাত্রায় যাব।’ চীনের তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতের মানসসরোবর হ্রদ পবিত্র স্থান বলে বিবেচিত। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী ৫২ কিলোমিটার পথ হেঁটে মানসসরোবরে যায়। ভারত ও চীন সরকারের যৌথ উদ্যোগে প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ যাত্রা অনুষ্ঠিত হয়। এ যাত্রার জন্য আগ্রহী যাত্রীদের মার্চের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। কিন্তু আবেদনের তারিখ শেষ হয়ে যাওয়ার পর রাহুল বিশেষ অনুমতি প্রার্থনা করেন। সাধারণত ভিভিআইপিদের ক্ষেত্রে এ অনুমতি দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অনুমতি দেয়নি।

সর্বশেষ খবর