শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

অনশন অব্যাহত নন-এমপিও ৯২ শিক্ষক অসুস্থ

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনের গতকাল চার দিন অতিবাহিত হয়েছে নন-এমপিও শিক্ষকদের। টানা অনশনে গতকাল সন্ধ্যা পর্যন্ত ৯২ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে ১০ জুন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। গত সোমবার থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তর পাশে আমরণ অনশনে আছেন।

আন্দোলনকারীরা জানান, অসুস্থদের মধ্যে ৫৯ জন শিক্ষক-কর্মচারীকে স্যালাইন দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ ছয়জনকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এর মধ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আইডিয়াল শিক্ষানিকেতন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহানুর আলম, রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আলী প্রামাণিক, দিনাজপুরের বিরল উপজেলার বিরল দারুসসুন্নাহ আলিম মাদ্রাসার প্রভাষক ফেরদৌস আলম রয়েছেন। নন-এমপিও শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে তারা পরিবারে বাবা-মা, স্ত্রী-সন্তানের ভরণ-পোষণ, চিকিৎসা দিতে না পেরে নিজেরাই বোঝা হয়ে গেছেন। এমন অবস্থার অবসান চান তারা। গতকাল আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ করেন, পুলিশ প্রশাসনও বিরূপ আচরণ করে চলেছেন আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে। শিক্ষকদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান গ্রহণ করলে শিক্ষক নেতাদের গ্রেফতারসহ নানারকম হয়রানি করা হয়। এমনকি মুষলধারে বৃষ্টির মাঝে কর্মসূচি পালন করতে গিয়ে বৃষ্টি ঠেকানোর জন্য ব্যবহূত পলিথিনটুকুও কেড়ে নিয়ে যায়। আমরণ অনশন কর্মসূচিতেও মাইক ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয়ভূষণ রায় গতকাল বলেন, ১৯ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছি। আমরণ অনশনে অংশ নিয়েছি গত চার দিন থেকে। আমরা চাই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দেওয়া হোক। এ ঘোষণা ছাড়া অনশন প্রত্যাহার করব না।

সর্বশেষ খবর