শুক্রবার, ২৯ জুন, ২০১৮ ০০:০০ টা

প্রযুক্তির মেশিন নয় মানুষকে গুরুত্ব দিতে হবে : ইউনূস

রুকনুজ্জামান অঞ্জন, বেঙ্গালুরু (ভারত) থেকে

প্রযুক্তির মেশিন নয় মানুষকে গুরুত্ব দিতে হবে : ইউনূস

ভারতের বেঙ্গালুরুতে গতকাল অষ্টম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস —বাংলাদেশ প্রতিদিন

তথ্যপ্রযুক্তি মানুষের সর্বনাশ করে ফেলবে— এমন মন্তব্য করে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রযুক্তির মেশিন নয়, মানুষকে গুরুত্ব দিতে হবে। গতকাল ভারতের বেঙ্গালুরুতে অষ্টম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ইউনূস বলেন, আমরা বলছি প্রযুক্তি আমাদের মহা উপকার করছে। কিন্তু এর ভালোমন্দ উভয় দিক আছে। কোন দিকে নিয়ে যাব তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। নয়তো এই শতাব্দীতে প্রযুক্তি মানুষের মহাসর্বনাশ করে ফেলবে। বাংলাদেশের এই অর্থনীতিবিদ সামাজিক ব্যবসার প্রসঙ্গে প্রযুক্তির অকল্যাণের বিষয়টি তুলে ধরে বলেন, মুনাফার জন্য এখন মানুষের বদলে সব জায়গায় টেকনোলজির ব্যবহার হচ্ছে। যিনি মুনাফা করছেন তার জন্য এটা খুব লোভনীয় জিনিস। ?মানুষকে সরিয়ে দিয়ে তার জায়গায় মেশিন বসছে। তার উৎপাদন খরচ কমছে। এটা শুধু বাংলাদেশ-ভারতের বিষয় নয়, সারা বিশ্বে এটা হচ্ছে। সামাজিক ব?্যবসার এই উদ্যোক্তা বলেন, এখন ?ব্যাংক চালাতে চাও ওটা মেশিন, টিভি চালাতে চাও ওখানেও মেশিন, মেশিন সাংবাদিক সাংবাদিকতায় পুরস্কার পাচ্ছে, মেশিন গল্প লেখক সাহিতে?্য পুরস্কার পাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে যাদের আমরা চাকরির জন্য নিয়ে এলাম সেই মানুষ যাবে কোথায়? কর্মহীন মানুষের জন্য সরকারিভাবে ভাতার ব্যবস্থা করার বিষয়ে প্রশ্ন তুল প্রফেসর ইউনূস বলেন, তাহলে কি আমরা ভিক্ষা করার জন্য জন্ম নিলাম? প্রচলিত অর্থব্যবস্থায় মুনাফার পেছনে না ছুটে মানুষের কল্যাণে কাজ করার জন্য এখন বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা ছড়িয়ে দেওয়া সবচেয়ে জরুরি বলে নিজের জন্মদিনে হলভর্তি তরুণ প্রজন্মের সামনে তুলে ধরেন সামাজিক ব্যবসার প্রবক্তা। এ ছাড়া সম্মেলনে মূল বক্তব্য পেশ করবেন ড্যানোনের বৈশ্বিক প্রধান নির্বাহী ইমানুয়েল ফেইবার, নারায়ণ হৃদয়ালয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রখ্যাত চিকিৎসক ডা. দেবীপ্রসাদ শেঠি। বেঙ্গালুরুর ইনফোসিস ইলেকট্রনিক সিটি ক্যাম্পাসে আয়োজিত এটি ভারতে প্রথম সামাজিক ব্যবসা দিবস। ইতিপূর্বে সাতটি সামাজিক ব্যবসা দিবসই অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। ইউনূস সেন্টার আয়োজিত সামাজিক ব্যবসার এই বার্ষিক অনুষ্ঠানটিতে বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার উদ্যোক্তা ও পরিচালনাকারী, শিক্ষাবিদ ও গবেষক, ছাত্র ও সামাজিক ব্যবসায়ে উৎসাহী ব্যক্তিরা সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করতে সমবেত হন। সামাজিক ব্যবসা দিবস ২০১৮-এর বিষয়বস্তু হচ্ছে ‘একটি তিন শূন্যের পৃথিবী : শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ’। প্রফেসর ইউনূসের নতুন গ্রন্থ A World of Three Zeros-এ উল্লিখিত একটি দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ ঝুঁকিমুক্ত বিশ্বের রূপকল্পের ভিত্তিতে প্রণীত হয়েছে এ বছরের সামাজিক ব্যবসা দিবসের বিষয়বস্তু। উল্লেখ্য, প্রফেসর ইউনূসের এই তিন শূন্যের পৃথিবীর রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ৪০ বছর ধরে কাজ চলছে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে ৪২টি দেশ থেকে ১ হাজার ২০০-এর বেশি প্রতিনিধি সামাজিক ব্যবসা দিবসে অংশগ্রহণের জন্য এরই মধ্যে নিবন্ধন করেছেন। সম্মেলনের বিভিন্ন সেশনে বক্তৃতা দেবেন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং নেতৃস্থানীয় সামাজিক ব্যবসা উদ্যোক্তা ও পরিচালনাকারীরা।

সর্বশেষ খবর