মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কী হবে আজ ইংল্যান্ডের

মেজবাহ্-উল-হক

তাকে নিয়ে কোনো আলোচনাই ছিল না। বিশ্বকাপ শুরুর পূর্ব মুহূর্তে ইংল্যান্ড ফুটবলের অভিভাবক সংস্থা ‘দ্য ফুটবল ফেডারেশন (এফএ)’ ঘোষণা দেয়, রাশিয়ায় দলকে নেতৃত্ব দেবে হ্যারিকেইন! এরপরই বিশ্ব মিডিয়ার চোখে পড়ে প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের এই ফরোয়ার্ডকে নিয়ে। অতঃপর প্রথম দুই ম্যাচে ৫ গোল করে নিজের সামর্থ্যের পরিচয় দেন। মাত্র দুই ম্যাচেই নিজের আলোয় ফুটবলবিশ্বকে আলোকিত করেন হ্যারিকেইন। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইংলিশ অধিনায়ককেই নিয়ে। ‘গোল্ডেন বুট’ এর লড়াইয়ে সবার উপরে হ্যারিকেইন। কলম্বিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ‘ডু অর ডাই’ ম্যাচে আজ ফুটবল ভক্তদের দৃষ্টি থাকবে এই ইংলিশ তারকার দিকেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে মাঠেই নামেননি কেইন। ওই ম্যাচে খেলেননি প্লে-মেকার লিংগার্ডও। প্রথম দুই ম্যাচ জিতেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে গিয়েছিল ইংল্যান্ডের। তাই ফিকশ্চারের দিকে দৃষ্টি রেখে বড় দলগুলো এড়ানোর উদ্দেশ্যে গ্রুপে রানারআপ হওয়ার চিন্তা মাথায় রেখে বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইংলিশরা। হেরে তাদের পরিকল্পনাও সফল করেছে। এখন ফাইনালে যাওয়ার আগে কোনো বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে দেখা হবে না তাদের! কিন্তু প্রশ্ন হচ্ছে এমন মানসিকতা নিয়ে খেলে ফাইনালে পৌঁছাবে তো ইংল্যান্ড?

নকআউটের প্রথম ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। লাতিন আমেরিকার এই দলে রয়েছেন রাদামেল ফ্যালকাও ও হামেস রদ্রিগেজের মতো বিশ্বসেরা ফুটবলার। এবারের বিশ্বকাপে গতিময় ফুটবল উপহার দিচ্ছে কলম্বিয়া। যদিও তাদের যাত্রাটা শুরু হয়েছিল হার দিয়ে। প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে শুরুতেই লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হওয়ায় আর পেরে ওঠেনি কলম্বিয়া। তবে পরের দুই ম্যাচে সেনেগাল ও পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করেছিল তারা। আজ ইংল্যান্ডকে রুখে দেওয়ার জন্য মরিয়া কলম্বিয়া। ফাইনালের আগে বড় দলগুলোকে এড়ানোকে কৌশল হিসেবে ইংল্যান্ড ‘ইচ্ছাকৃত’ রানার্স আপ হলেও প্রথম দুই ম্যাচে কিন্তু তারা অসাধারণ খেলেছে। দুই ম্যাচে পানামা ও তিউনিশিয়ার বিরুদ্ধে তারা ৮ গোল করেছে। আর এই গোলের ৫টি করেছেন স্বয়ং অধিনায়ক। আজও কি জ্বলবে হ্যারিকেইনের আলো? নাকি ফ্যালকাও-রদ্রিগেজদের দমকা হাওয়ায় নিভিয়ে যাবে? উত্তরটা পাওয়া যাবে রাতেই!

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর