মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা
সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব

কোটা সংস্কারের বিষয়টি জটিল ও সময়সাপেক্ষ

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, কোটা সংস্কার নিয়ে সরকারি চাকরিতে কোটা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়টি সময়সাপেক্ষ। অনেক বিচার-বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। তিনি বলেন, এ নিয়ে জটিলতা আছে, তাই একটু সময় লাগবে।

গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকরা কোটা সংস্কার বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থান জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোটার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের পর্যায়ে এখনো আসেনি। তবে আপনারা যত সহজভাবে এটা বিশ্লেষণ করছেন, তত সহজ নয়। জটিলতা আছে। অনেক বিচার-বিশ্লেষণ শেষে সিদ্ধান্ত আসবে। আমরা সেই আলোকে পরবর্তী পদক্ষেপ নেব। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল সংসদে বলেছিলেন, কোটা পদ্ধতিই থাকবে না, এটা ‘বাতিল’। একই সঙ্গে ওই দিনই কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি করার কথাও বলেছিলেন, যে কমিটি পরবর্তী সুপারিশ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর