মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ফেসবুক লাইভে গুতেরেস যা বললেন

কূটনৈতিক প্রতিবেদক

ফেসবুক লাইভে গুতেরেস যা বললেন

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেসবুকে লাইভে বক্তব্য দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম। তারা গতকাল বিকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন থেকে ফিরে কক্সবাজারের সায়মন হোটেল থেকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মেলিসা ফ্লেমিংয়ের প্রশ্নের উত্তর দেন ফেসবুক লাইভে। গুতেরেস বলেন, ‘ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হয়েছে কক্সবাজার। এখানকার পরিস্থিতি ভয়াবহ। তাদের প্রতি মানবিকতার চরম বিপর্যয় ঘটেছে। আমরা দেখেছি একটা বিশালসংখ্যক মানুষ নির্যাতিত, ধর্ষিত ও আগুনে পুড়েছে। এখন একটাই কাজ করার আছে, তা হলো মিয়ানমারের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করে তাদের ফেরত নেওয়ার ব্যবস্থা করা।’ জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব সামর্থ্যের সমন্বয় ঘটিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোই হবে সর্বোত্তম পন্থা। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্ব থেকে আমাদের আরও বেশি সহায়তা প্রয়োজন।’ বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়াং কিম বলেন, ‘জাতিসংঘের মহাসচিব হিসেবে গুতেরেস বিশ্বকে দেখিয়েছেন, রোহিঙ্গাদের সঙ্গে কী ধরনের নির্যাতন হয়েছে। বিশ্বব্যাংক এই মানবিক বিপর্যয়ে তাদের পাশে থাকতে চায়। সে কারণেই আমি এখানে। আমি পুরো বিশ্বকে বলব পাশে দাঁড়াতে।’ ফেসবুকে লাইভে গুতেরেস বলেন, সীমান্ত খুলে দিয়ে বাংলাদেশ যে ভূমিকা নিয়েছে তা শুধু প্রশংসারই নয়, এটি থেকে উন্নত বিশ্বের অনেক দেশেরই শিক্ষা নেওয়ার বিষয় আছে। কারণ ইউরোপের অনেক দেশকে আমরা দেখি, মাত্র কয়েকজন শরণার্থী নিয়েই গেট বন্ধ করে দিতে, সেখানে বাংলাদেশ লাখে লাখে শরণার্থী নিয়েছে। একই অনুষ্ঠানে জিম ইয়ং কিম বলেন, রোহিঙ্গারা বাঁচতে চায়। তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায়। রোহিঙ্গাদের অধিকার রক্ষায় বিশ্বব্যাংক ও জাতিসংঘ একসঙ্গে একে অপরের সঙ্গে কাজ করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর