মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

দুদকের নতুন কমিশনার মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক

দুদকের নতুন কমিশনার মোজাম্মেল হক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারকের পদমর্যাদায় দুদকের কমিশনার নিয়োগ দিয়ে গত রবিবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল সকালে নতুন কর্মস্থল দুদকে যোগ দেন তিনি। তাকে কর্মস্থলে স্বাগত জানান দুদক সচিব ড. শামসুল আরেফিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইনের বিধানমতে বিদ্যমান সরকারি আর্থিক বিধিবিধান প্রতিপালন (পিআরএল বাতিল ইত্যাদি) সাপেক্ষে মোজাম্মেল হককে দুদক কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের কমিশনার হিসেবে তিনি কমিশনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারকের সমান পদমর্যাদা ভোগ করবেন বলে আদেশে বলা হয়েছে। দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দিন আহমেদের চাকরির মেয়াদ গত ২৫ জুন শেষ হয়েছে। ওই পদে একজন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। দুদক কমিশনার নিয়োগে বাছাই কমিটি রাষ্ট্রপতির কাছে মোজাম্মেল হক খানসহ দুজনের নাম প্রস্তাব করেছিল। আগামী ২ নভেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও গত ৩০ জুন স্বেচ্ছায় অবসরে যান মোজাম্মেল হক খান। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর