বুধবার, ৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা
ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রধান

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আশ্বাস

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বৃদ্ধি এবং তাদের নিরাপদে ফেরার বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আশ্বাস দিয়ে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গত সোমবার রাতে তিন দিনের সফর শেষে ফিরে যান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। তিনদিনের এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন তারা। এরপর কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এই দুই সংস্থার প্রধান। সরেজমিন পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সবাই একমত। নিপীড়নের বিচার প্রশ্নেও একমত হবে। রোহিঙ্গাদের অন্য নামে ডাকতে মিয়ানমারের আহ্বানের বিষয়ে জাতিসংঘ একমত নয় বলেও তিনি জানান। অন্যদিকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, রোহিঙ্গারা ফিরতে চায়। এটি বাস্তবায়নে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর