রবিবার, ১৫ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তৃতীয় হলো বেলজিয়াম

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় হলো বেলজিয়াম

আগ্রহ নেই কারও। নেই বাড়তি নজরদারিও। তারপরও খেলতে হচ্ছে নিয়মের বেড়াজালে আটকে। বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে অনাকর্ষণীয় ম্যাচ বলা হয় এটিকে! তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে দলগুলোর আগ্রহ নেই  একরত্তি! খেলতে নামার পর দেখে মনে হয় যেন জোর করে নামিয়ে দেওয়া হয়েছে! অথচ দল দুটি নিজেদের অপরাপর ম্যাচগুলোতে লড়াই করে জানবাজি রেখে। ম্যাচে ২-০ গোলে জিতে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থান দখল করল বেলজিয়াম। ইংল্যান্ড হলো চতুর্থ। ১৯৩০ সালের প্রথম আসর থেকেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলছে বিভিন্ন দল। গতকাল সেন্ট পিটার্সবার্গে খেলতে নেমেছিল রাশিয়া বিশ্বকাপের দুই বিষাদগ্রস্ত দল বেলজিয়াম ও ইংল্যান্ড। চলতি আসরে দুদলের এটা দ্বিতীয় মুখোমুখি। গ্রুপ পর্বে দুদলের দায়সারা ওই লড়াইয়ে জিতেছিল ইউরোপের ‘লাল দুর্গ’ বেলজিয়াম। হ্যারি কেইন, লিনগার্ডদের হারানোর ওই আত্মতৃপ্তি নিয়ে তৃতীয় হতে নেমেছিলেন ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুরা। দুদলের লড়াইয়ের আড়ালে আরও একটি দ্বৈরথ ছিল ম্যাচটিতে। ‘গোল্ডেন বুট’ জেতার লড়াইয়ে নেমেছিলেন কেইন ও লুকাকু। হ্যাজার্ড, লুকাকু, কেভিন ডি ব্রুইনদের বলা হয়েছে রাশিয়া বিশ্বকাপের ‘সোনালি প্রজন্ম’। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের আগে সবগুলো ম্যাচে হ্যাজার্ডরা দ্রুতগতির ফুটবল খেলে দাঁড়াতেই দেয়নি ব্রাজিলসহ অপরাপর দেশগুলোকে। দ্রুত গতির ছন্দোময় ফুটবল খেলে বিশ্বকাপ ট্রফির দাবিদার হয়ে উঠেন হ্যাজার্ডরা। কিন্তু সেমিফাইনালে ফরাসি সৌরভের কাছে হেরে জলাঞ্জলি দেয় বিশ্বসেরা হওয়ার। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বর্তমান দলটিকেও বলা হয়েছে ‘সোনালি প্রজন্ম’। কেইন, রাশফোর্ড, ডেলে আলিদের নিয়ে গড়া দলটিও ছিল ট্রফি জেতার দাবিদার। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও হেরে যায়। ৫২ বছরের বন্ধ্যত্ব ঘুঁচাতে না পেরে ইংলিশরা খেলতে নামে তৃতীয় হওয়ার লড়াইয়ে। গ্রুপ পর্বে দুদল নেমেছিল নিয়মিত একাদশের ১৭ ফুটবলারকে বিশ্রাম দিয়ে। গতকাল খেলতে নামে সেরাদের নিয়েই। ৮১ মিনিটে হ্যাজার্ড একটি গোল করে বেলজিয়ামের জয়ের ব্যবধান বাড়ান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর