মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বাজেয়াপ্ত করুন সম্পদ

মির্জ্জা আজিজ

বাজেয়াপ্ত করুন সম্পদ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. মির্জ্জা এবি আজিজুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন থেকে ডেসটিনি, যুবকের সম্পদ নষ্ট হচ্ছে। আইনগত এত দীর্ঘসূত্রতা কেন হচ্ছে আমার বোধগম্য নয়। সরকারের এখন উচিত তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা। বাজেয়াপ্ত করে সরকারের একটি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা। এভাবে ফেলে রাখলে তো যারা টাকা পায় তারাও ফেরত পাবে না। সরকারও কোনো লাভবান হচ্ছে না। বর্তমানে যে অবস্থায় আছে সেটাকে আদালতের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, আদালত যে নির্দেশ দিয়েছে সরকার সেটাই পালন করুক। কিন্তু আমরা দেখছি সেটা পালন হচ্ছে না। যুবকের অর্থ দেশের হাজার হাজার লোকের। তাদের কেউ টাকা ফেরত পাচ্ছে না। অথচ দেশের বিভিন্ন জায়গায় তাদের সম্পদ আছে। সেগুলো কোনো বিশেষ ব্যবস্থপনায় নিয়ে আসা উচিত। তবে মনে হয়, গ্রাহকের টাকা ফেরত পাওয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে। তিনি আরও বলেন, হলমার্কের টাকা ফেরত পাওয়ার দ্রুত কোনো উপায় নেই। কারণ হলমার্কের সঙ্গে যারা জড়িত তারা টাকা বিভিন্নভাবে পাচার করেছে বা অন্যখাতে নিয়েছে। তবে এখন যা আছে সেটা উদ্ধার করতে হবে। নিজেরা ইৃচ্ছা করে তারা ফেরত দেবে না। তাই তাদের যেসব সম্পদ আছে সেগুলো বাজেয়াপ্ত করা উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর