বুধবার, ১৮ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ব্যাংকের ভল্ট থেকে সোনা চুরি স্বৈরাচারী

—ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে অনিয়মের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘সরকারের লুটপাটের আলামত’ হিসেবে দেখছে বিএনপি। গতকাল দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ভল্টে ভুতুড়ে কাণ্ড। ৯৬৩ কেজি সোনা ভল্টে জমা ছিল। ছিল সোনার চাকতি, হয়ে গেছে মিশ্র ধাতু। ২২ ক্যারেট সোনা হয়ে গেছে ১৮ ক্যারেট সোনা। বাংলাদেশ ব্যাংকের এর আগে রিজার্ভ চুরি হলো, আবার ব্যাংকের ভল্টে এ ধরনের ঘটনা- এটা অত্যন্ত ন্যক্কারজনক। এগুলো কিসের আলামত? এগুলো হচ্ছে স্বৈরাচার সরকারের আলামত। তারা দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য সব সেক্টরেই যেখানে যা করা দরকার তা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা এবং সরকারের নীলনকশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সংগঠনের উপদেষ্টা মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে ও সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা সোয়াইব আহমেদ, বিএনপির আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাসাসের শাহরিয়া ইসলাম শায়লা, নাগরিক অধিকার আন্দোলন ফোরামের জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. মোশাররফ বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কী ব্যবস্থা নিচ্ছে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। আমরা বলতে চাই, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার পর যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই ভল্টের কারসাজির পর আবার যদি এরকম ধামাচাপা দেওয়া হয় তাহলে জনগণের কাছে এক দিন তাদের জবাবদিহি হতে হবে।’ তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া, জনগণকে ছাড়া নির্বাচন করার জন্য এই সরকার নীলনকশা আঁটছে। এ থেকে দেশকে মুক্ত করতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে। জাতীয় ঐক্য সৃষ্টি করে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে এমন আন্দোলন সৃষ্টি করা হবে যার মাধ্যমে এ সরকারের পতন হবে এবং একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচনের আগে দেশনেত্রীকে মুক্ত করে তাকে নিয়েই আমরা একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব।

সর্বশেষ খবর