বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা
তিন সিটিতে চাপা আতঙ্ক

গ্রেফতারের শঙ্কা হামলা-মামলা নেই

বরিশাল

নিজামুল হক বিপুল ও রাহাত খান, বরিশাল থেকে

বরিশালে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এখানে কোনো হামলা-মামলা কিংবা গ্রেফতারের ঘটনা ঘটেনি। প্রচার-প্রচারণায়ও কোনোরকম বাধাদানের খবর পাওয়া যায়নি। প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর নেতা-কর্মীদের মধ্যে এখন পর্যন্ত সহনশীল মনোভাব দেখা যাচ্ছে। তবে চাপা আতঙ্ক আছে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে। গ্রেফতারের ভয়ে তটস্থ দলটির নেতা-কর্মীরা। তবে ছোটখাটো দু-একটি ঘটনা যে ঘটেনি তা-ও নয়। গত সোমবার রাতে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ শেষ করে বাড়ি ফেরার পথে পুলিশের মোবাইল কোর্টের শিকার হয়েছেন বিএনপির কয়েকজন নেতা-কর্মী। তাদের আটটি মোটরসাইকেল আটকিয়ে পুলিশ জরিমানা করে ছেড়ে দেয়। এরকম দু-একটি ঘটনা ঘটলেও বরিশাল সিটি করপোরেশনের কোনো এলাকায়ই বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে এখন পর্যন্ত পুলিশি অভিযান বা হানা দেওয়ার খবর পাওয়া যায়নি। তবে আতঙ্ক আছে নেতা-কর্মীদের মধ্যে। গ্রেফতারের ভয়ে অনেকেই রাতে বাড়ি থাকছেন না বলে জানা গেছে। বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার অবশ্য গতকালও বলেছেন, তার নেতা-কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে, গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ কারণে নেতা-কর্মীরা তার সঙ্গে গণসংযোগ করতে ভয় পাচ্ছেন। তার পরও নানা বাধাবিপত্তি অতিক্রম করে প্রচারণা চালালেও সুষ্ঠু ভোট অনুষ্ঠান নিয়ে তার শঙ্কা রয়েছে বলে জানান। বরিশাল মহানগর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন অভিযোগ করেছেন, কোনোরকম পরোয়ানা ছাড়াই তাদের ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী কবিরকে গ্রেফতার করে পুলিশ আদালতে চালান দিয়েছে। এরকম ঘটনা আরও ঘটছে বলে দাবি তার। মজিবর রহমান সরোয়ারের বক্তব্যকে একেবারেই অবান্তর, বানোয়াট ও অপপ্রচার বলে মনে করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মুখপাত্র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এসব কথা বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে বরিশালের শান্ত পরিবেশ তারা অশান্ত করে তুলতে চান। এসব বলে তারা নির্বাচন কমিশনকে চাপে রাখতে চান। তারা বুঝে গেছেন, তাদের অবস্থা ভালো নয়, নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জাতীয় পার্টিও নৌকাকে সমর্থন দিয়েছে। এসব কারণে এখন বিএনপি মিথ্যা প্রচার-প্রচারণা চালাচ্ছে। গত কয়েকদিন বরিশাল শহরে অবস্থান করে এবং বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেছে, নির্বাচনে ভোট দেওয়া নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর