বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

পুলিশের ব্যাপক উন্নয়ন করেছে সরকার

নওগাঁঁ প্রতিনিধি

পুলিশের ব্যাপক উন্নয়ন করেছে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশ পুলিশ বাহিনীর ব্যাপক উন্নয়ন সাধন করেছে। এ বাহিনীকে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে যথাসাধ্য আধুনিকভাবে গড়ে তোলা হয়েছে। গতকাল মোবাইল ফোনে নওগাঁর পত্নীতলা থানার ৬তলা ভিতসহ দ্বিতীয় তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, পুলিশের বেতন-ভাতা  বৃদ্ধি করা হয়েছে। আধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে বাহিনীকে বিশ্বমানের করা হয়েছে। তারই অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের সব থানায় আধুনিক থানা ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগ নওগাঁর নির্বাহী প্রকৌশলী ওসমান গণি, ১৪ বডারগার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল খিজির খান, ১৬ বডারগার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল খাদেমুল বাশার, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এছাহাক হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গাফ্ফার চৌধুরীসহ নওগাঁ জেলা ও পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর