বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে

সংবিধান প্রণেতা ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজাকারের বাচ্চা নয়, ওরা দেশেরই সন্তান। ছেলেরা ন্যায্য প্রস্তাব দিয়ে যাচ্ছে, সংস্কারের প্রস্তাব করার অধিকার তাদের আছে। লাখ লাখ জীবন দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ অধিকার অর্জন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল (সংবিধান) যেটা জাদুঘরে সংরক্ষিত আছে, তাতে এই অধিকারের কথা লেখা আছে। কিন্তু আজ মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। জাতীয় ঐক্য প্রক্রিয়া ‘কয়লা চুরি, ব্যাংক ডাকাতি, সর্বগ্রাসী দুর্নীতি বন্ধ করে ভোটাধিকার গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। বক্তব্য রাখেন, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সুলতান মুহাম্মদ মনসুর, ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তাফা আমীন, গণফোরাম নেতা মোশতাক আহমেদ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কোটা সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম প্রমুখ। দেশের প্রবীণ এই রাজনীতিবিদ আরও বলেন, যারা আজকে মুক্তিযোদ্ধাদের নাম নিয়ে ব্যবসা করে, তারা এ কথা ভুলে গেছে যে মুক্তিযোদ্ধারা ব্যবসা করার জন্য মুক্তিযুদ্ধ করেননি। এই ছাত্ররা কোনো পকেট ভারী বা লুটপাট চাচ্ছে না। তারা বলছে সংস্কার কর। এই তরুণ সমাজের ওপর আক্রমণ এটা লজ্জার বিষয়। তিনি ছাত্র সমাজের ওপর আক্রমণকারীদের উদ্দেশে বলেন, আস, আমার সামনে দাঁড়াও।

সর্বশেষ খবর