শিরোনাম
বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই

বিশিষ্ট সাংবাদিক ও ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রতিষ্ঠাতা সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সন্ধ্যা        সায়া ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। মোয়াজ্জেম হোসেনের প্রথম নামাজে জানাজা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে তার বাসভবন রমনা টাওয়ারে। দ্বিতীয় নামাজে জানাজা বেলা ১১টায় ফিন্যান্সিয়াল এক্সপ্রেস অফিস প্রাঙ্গণে এবং দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে তৃতীয় নামাজে জানাজা। মোয়াজ্জেম হোসেন স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। তার ফুসফুসে সংক্রমণ ছিল। এর আগে সিঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছেন তিনি।  দীর্ঘ পেশাগত জীবনে তিনি পিআইবির (প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ) ব্যবস্থাপনা বোর্ডের সদস্য, বাসসের (বাংলাদেশ সংবাদ সংস্থা) পরিচালক বোর্ডের সদস্য এবং বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার, ডেইলি স্টার, নিউনেশন, সংবাদ সংস্থা ইউএনবি, ঢাকা কুরিয়ারে কাজ করেছেন। স্নাতকোত্তর শেষ করার পর পাকিস্তান সরকারের অর্থ মন্ত্রণালয় এবং দি হাবিব ব্যাংকে কাজ করেছেন। বর্তমানে তিনি সাউথইস্ট ব্যাংকের একজন পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ইআরএফের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর