শিরোনাম
বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিচারহীনতার কারণে সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক

বিচারহীনতার কারণে সড়ক দুর্ঘটনা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিচারহীনতার কারণে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। পরিবহনব্যবস্থা ঢেলে সাজানো হলে, ট্রাফিকব্যবস্থা ঠিক থাকলে ও শাজাহান খানেরা অনিয়মকে প্রশ্রয় না দিলে এ অবস্থা দেখতে হতো না। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল জিয়া নাগরিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, গণশিক্ষা সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, প্রশিক্ষণ সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ। সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, ‘শাজাহান খানেরা শ্রমিকদের কন্ট্রোলের বাইরে নিয়ে গেছেন। আমি যখন পরিবহনব্যবস্থার দায়িত্বে ছিলাম শাজাহান খান তখন শ্রমিকনেতা। শাজাহান খান ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন আমার অফিসের সামনে চাঁদা বৃদ্ধির দাবিতে। আমি বলেছি কোনো অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না।’ মির্জা আব্বাস দুই শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িতদের এবং আন্দোলনকারী শিশুদের গায়ে যেসব পুলিশ হাত তুলেছে তাদের বিচারের দাবি জানান। তিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদেরও বিচারের দাবি জানান।

সর্বশেষ খবর