শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সরকারের পদত্যাগ চাইলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সরকারের পদত্যাগ চাইলেন ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টানা কয়েক দিনের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, শুধু নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নন, ব্যর্থতার দায় নিয়ে পুরো সরকারকেই পদত্যাগ করতে হবে। কারণ এ সরকার শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি পূরণ ও আন্দোলন নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গতকাল বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও গয়েশ্বরচন্দ্র রায়; সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ; বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আমান উল্লাহ আমান; বিএনপি নেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমাতে না পেরে আন্দোলনকে অন্যদিকে ফেরানোর জন্য জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আমরাও বলতে পারি, শেখ হাসিনা দেশে আসার ১৭ দিন পরে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান কোনো হত্যার সঙ্গে জড়িত নন বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার যে বিচার হয়ে গেল সেই বিচারের গোটা প্রসিডিংসের মধ্যে কোনো সাক্ষ্য-প্রমাণে কেউ জিয়াউর রহমানের নাম বলেননি। একমাত্র শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়টি ডাইভার্ট করতেই প্রধানমন্ত্রী এটা বলেছেন। এসব মিথ্যাচার করা উচিত নয়। বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। আমরা তাদের এ আন্দোলন সমর্থন করছি। সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটলেও অনির্বাচিত এ সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই জনগণকে এ সরকারের পতন আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সরকারের অবিলম্বে পদত্যাগের দাবি করছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সড়ক পরিবহনমন্ত্রী কি তার দায়িত্ব অস্বীকার করতে পারেন? চালকদের লাইসেন্স ও গাড়ি চালানোর দায়িত্ব কে দিয়েছে? ঢাকায় ট্রাফিকের কোনো নিয়মই নেই। কারণ, এ সরকারের কোনো জবাবদিহি নেই। সংবাদ সম্মেলনে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে, আমাদের সেই সন্তানরা গতকাল যা করেছে, যেভাবে গাড়িচালকদের লাইসেন্স দেখেছে, তাকে সমর্থন জানাই। আমরা যা পারিনি, তারা তা পেরেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর