সোমবার, ৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার্থীদের কাজ মাইলফলক হয়ে থাকবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের কাজ মাইলফলক হয়ে থাকবে

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে জাতীয় পার্টি  চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের সন্তানরা নিরাপদ সড়কের দাবিতে যা করছে তা মাইলফলক হয়ে থাকবে এবং এ মাহাত্ম্য বজায় থাকতেই তারা ক্লাসে ফিরে যাবে। একইসঙ্গে চলমান অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন এরশাদ। তিনি আরও বলেন, এর পরেও তারা রাজপথে অবস্থান করলে— কারও জন্য মঙ্গলকর কিছু হবে না। একই সঙ্গে এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যেন রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করতে না পারে সে জন্য সব মহলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এইচ এম এরশাদ বলেন, দাবি আদায়ে কোমলমতি ছাত্রছাত্রীরা রাজপথে নেমে যে প্রতিবাদ জানিয়েছে এবং শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে যেভাবে দাবি আদায় করে নিয়েছে— তার জন্য তাদের অভিনন্দন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়ে কালবিলম্ব না করে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তার জন্য প্রধানমন্ত্রীকেও আন্তরিক ধন্যবাদ। এখন শিক্ষার্থীদের অবিলম্বে রাজপথ ছেড়ে ঘরে এবং ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে যা করেছে তা যথেষ্ট। শিক্ষার্থীদের উসকানি বা গুজবে কান দিয়ে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না। তিনি বলেন, ছাত্র আন্দোলনকে অজুহাত করে যেসব পরিবহন ধর্মঘট পালন করছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

সর্বশেষ খবর