মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

তবুও সংঘর্ষ ঢাকায়

পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাস, আহত ৫০, তিন বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ

নিজস্ব প্রতিবেদক

তবুও সংঘর্ষ ঢাকায়

রাজধানীর বাড্ডায় গতকাল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ। ক্যাম্পাসে ছিল বহিরাগতরাও —বাংলাদেশ প্রতিদিন

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সব দাবিই মেনে নিয়েছে সরকার। তবুও রাজধানীর রামপুরা, শাহবাগ, ভাটারাসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। পুলিশের হাতে আটক হয়েছেন ৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করেছে।

গতকালের আন্দোলনেও স্কুল শিক্ষার্থীদের তেমন একটা দেখা যায়নি। মাঠে ছিলেন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংঘর্ষে পুরো রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে রামপুরা, বাড্ডা, শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একদিন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় দুই দিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বেলা পৌনে ১১টা থেকে রামপুরা ও আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। সংঘর্ষে ছাত্রদের বাইরে একজন সংবাদকর্মীও আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিলে মেরুল বাড্ডার দিক থেকে একদল যুবক লাঠি নিয়ে তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে ওই যুবকরা রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় এবং সাধারণ পথচারীদের ওপর চড়াও হয়। স্কুলের পোশাক পরিহিত দুজনকে এ সময় তারা পেটাতে থাকে। একপর্যায়ে পুলিশের পাশাপাশি র‌্যাব ও এপিবিএন সদস্যরাও সেখানে অবস্থান নেন। তারা শিক্ষার্থীদের চলে যেতে বললে তারা না গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টায়ার জ্বালিয়ে দেন। পরে পুলিশ টিয়ার শেল ছুড়লে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভিতরে চলে যান। তারাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। লাঠি হাতে রাস্তায় অবস্থান নেওয়া যুবকরা তখনো ইউনিভার্সিটির দিকে ঢিল ছুড়ছিল। এ সময় সেখানে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক নাসরিন আক্তার সুমির ওপর চড়াও হয় একদল যুবক। তার মোবাইল ফোন সেট কেড়ে নেয় তারা। পরে তাকে বাড্ডা পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে ফোনের সব তথ্য পুলিশ মুছে ফেলে বলে অভিযোগ করেন সুমি। ওই ঘটনায় অনেককে আটক করা হয়েছে বলে জানা গেছে। বাড্ডা জোনের সহকারী কমিশনার আশরাফুল কবির বলেন, এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, বিকাল ৫টার দিকে পুলিশ সদস্যরা মাইকে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ওপর চড়াও হন। ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় ঘটনাস্থল থেকে তিন ছাত্রকে আটক করা হয়। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের খবর ছড়িয়ে পড়লে বেলা আড়াইটার দিকে ভাটারায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। নর্থ সাউথ ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওই এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আহছ্ান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। অনেক শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পুলিশ ওই এলাকা থেকে সাতজনকে আটক করে। ভাটারার বিষয়ে পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলা এড়াতে কুড়িল বিশ্বরোড থেকে নর্দার বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নেয়। তবে তাদের ওপর অতর্কিত হামলা করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে এমন খবরে নর্থ সাউথ, ইনডিপেনডেন্টসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হন। পরে গ্রামীণফোন অফিসের সামনে থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে শিক্ষার্থীরা ৩০০ ফুট সড়কে অবস্থান নেন। সংঘর্ষে ২০ জন ছাত্র আহত হয়েছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান বেলাল আহমেদ বলেন, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। শিক্ষার্থীদের আমরা বোঝানোর চেষ্টা করছি। তারা কারও কথা মানছে না। মঙ্গলবার (আজ) থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনভর সংঘর্ষের পর গতকাল সন্ধ্যায় আফতাবনগর এলাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাসফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গল ও বুধবার (৭ ও ৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি ৯ থেকে ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ফাইনাল পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফয়জুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় বর্ধিত ছুটি হিসেবে এই ছুটি কার্যকর হবে। আগামী বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই এ ছুটি দেওয়া হয়েছে।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ মিছিল করেন ছয় শতাধিক শিক্ষার্থী। দুপুর ১২টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরুর পর মধুর ক্যান্টিন, কলাভবন, কার্জন হল, বুয়েট ঘুরে টিএসসি হয়ে বিকাল ৩টার দিকে তারা শাহবাগের দিকে অগ্রসর হন। কিন্তু সেখানে অবস্থান নিয়ে থাকা পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের আটকে দিলে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। পুলিশ শিক্ষার্থীদের ওপর জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। ১০ জন আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, ‘আমরা সবসময় চেষ্টা করি শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়। বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক যুবক শাহবাগ মোড়ে এসে রাস্তা বন্ধ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট ছোড়ে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর