মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
উৎকণ্ঠা কাটিয়ে ব্যবসায়ীরা চান সুষ্ঠু পরিবেশ

সংকটে পড়ে দেশের অর্থনীতি

—শফিউল ইসলাম মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফসিসিবিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, যে কোনো অস্থিরতায় দেশের অর্থনীতি সংকটে পড়তে পারে। হলি আর্টিজানে হামলা কিংবা রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে যখন ব্যবসায়ীরা ঘুরে দাঁড়িয়েছে তখন এমন অস্থিরতা সৃষ্টি হলো। কয়েকদিন পরপর এমন ঘটনায় পুরো উৎপাদন ও সরবরাহে চাপ সৃষ্টি করছে। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে শফিউল ইসলাম বলেন, সরকার সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করবে। কখনো কোনো সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। গাড়ির ফিটনেস ও লাইসেন্স নেই। এমনটি দীর্ঘদিন ধরে চলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, এটা সমাধান হতে হবে। কিন্তু কয়েকদিন পরপর বিশৃঙ্খলা হলে তার চাপ পুরো অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের ওপর পড়বে। তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি, রপ্তানি প্রবৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর যখন চেষ্টা করছে, ঠিক তখনই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য হতে পারে না। এফসিসিবিআই সভাপতি বলেন, পরিবহন ধর্মঘট বিনিয়োগ সম্ভাবনা এবং দেশের ভাব-মূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। পরিবহন সংকটের কারণে নিত্যপণ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় মূল্যস্ফীতির চাপ আবারও বাড়বে। ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে চট্টগ্রামসহ অন্যান্য সব বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। তিনি বলেন, অনেক ব্যবসায়ী তাদের রপ্তানি পণ্য গুদামজাত করতে বাধ্য হচ্ছেন। শ্রমিক পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে অনেক বিদেশি ক্রেতা তাদের পূর্বনির্ধারিত ঢাকা সফর বাতিল করেছেন। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। আবার অনেক স্থানে সরবরাহ ঘাটতির কারণে নিত্য পণ্যের মূল্য অনেক বেশি কোথাও অনেক কম।

সর্বশেষ খবর