মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ফেসবুক নয়, রাষ্ট্র বাঁচাব

নিজস্ব প্রতিবেদক

ফেসবুক নয়, রাষ্ট্র বাঁচাব

আমাকে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম সেক্রিফাইস করতেই হবে। এটি খুব সঙ্গত কারণেই করতে হবে। রাষ্ট্র বাঁচাব না, ফেসবুক বাঁচাব? আমাকে অবশ্যই রাষ্ট্র বাঁচাতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার গতকাল রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘আইটিইউ বিটিআরসি এশিয়া-প্যাসিফিক রেগুলেটরস রাউন্ডটেবিল-২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মোস্তাফা জব্বার আরও জানান, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ঠেকাতে বাংলাদেশে ‘কন্টেন্ট ফিল্টারিং’-এর একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, কোনো পরিস্থিতিতে রাষ্ট্রীয় বা জনগণের নিরাপত্তা বিঘ্নিত হলে ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপ সরকার নিতে পারে। ফেসবুকে আমাদের ফিল্টারিংয়ের কোনো ব্যবস্থা নেই। ফেসবুক তার নিজের আমেরিকান আইন অনুযায়ী কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলে। আমরা কেবল ফেসবুককে অনুরোধ করতে পারি। ফেসবুক তার স্ট্যান্ডার্ড অনুযায়ী নিজেদের কাজগুলো করে থাকে। এখন ফেসবুকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফেসবুক আমাদের সব কথা শোনে না, কিন্তু কিছু কথা শোনে। মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা প্রকল্পটি যদি শেষ করতে পারি তখন সম্পূর্ণভাবে আমরা আমাদের কন্টেন্ট ফিল্টারিং অথবা যে ধরনের বিষয়গুলো যাচাই-বাছাই করা দরকার সেগুলো করতে সক্ষম হব। কবে নাগাদ এ প্রকল্প বাস্তবায়তি হবে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এটি টেবিলে ছিল, এই প্রকল্পে অনেকে যুক্ত আছে সবাইকে মিলিয়ে এটি করতে হবে। আগামী নির্বাচনের সময় বা কোনো ঘটনা ঘটলে আবারও ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা সরকারের রয়েছে কিনা জিজ্ঞাসা করলে মন্ত্রী বলেন, সবার আগে রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা এবং অন্য বিষয়গুলো অস্বীকার করার উপায় নেই।

সর্বশেষ খবর