মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হামলাকারীরা বহিরাগত

নিজস্ব প্রতিবেদক

হামলাকারীরা বহিরাগত

ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন বলেছেন, ‘আমাদের ছাত্রদের হাতে কোনো লাঠি ছিল না। যারা হামলার সঙ্গে জড়িত তারা সব বহিরাগত। তবে হামলায় আমার কিছু ছাত্র আহত হয়েছে।’ গতকাল ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-পুলিশ সহিংসতার বিষয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ফরাসউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় একটা হট্টগোল সৃষ্টি হয়েছিল। এখন স্বাভাবিক আছে। ছাত্রদের নিরাপত্তার স্বার্থে আমি পুলিশের সহযোগিতায় সবাইকে বাইরে বের করে দিচ্ছি। তবে বিশ্ববিদ্যালয়ের গ্লাসসহ কিছু ক্ষতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বহিরাগতদের হামলায় এখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সহিংসতায় জড়িত হয়নি।’ গতকাল নিরাপদ সড়কের দাবিতে মিছিল নিয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রামপুরা টিভি গেট এলাকা অবরোধ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের শান্ত করতে টিয়ার শেল নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যান তারা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল গেটসহ ভিতরের গ্লাস ভেঙে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর