বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
রাখাইন সফরে পররাষ্ট্রমন্ত্রী

পরিবেশ উন্নত করার তাগিদ জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত রাতে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মিয়ানমার সফরকালে তিনি রাখাইনে যাবেন। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তুতি নিয়ে সরেজমিন পরিস্থিতি পরিদর্শন করবেন।

এদিকে জাতিসংঘ রাখাইনের পরিবেশ উন্নত করার জন্য মিয়ানমারকে তাগিদ দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমারে যাচ্ছে। প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও রয়েছেন। এ ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং কমিটির সদস্যরা প্রতিনিধি দলে থাকবেন। সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল রাখাইন পরিদর্শন করবে। দ্বিতীয় দিনে নেপিদোয় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠকে বসবেন। এ ছাড়া মিয়ানমারে দুই দেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে।

সর্বশেষ খবর