বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রী হওয়ার আগে আদালতে ইমরান

প্রতিদিন ডেস্ক

প্রধানমন্ত্রী হওয়ার আগে আদালতে ইমরান

পাকিস্তানে ২০১৩ সালের নির্বাচনে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জয়লাভ করে ইমরান খানের দল পিটিআই। আর ওই বছরেই রাজ্য সরকারের হেলিকপ্টার ব্যবহার করেন।  শুধু তাই নয়, ৭৪ ঘণ্টা হেলিকপ্টার সুবিধা নিয়ে তিনি সরকারকে ২১ লাখ রুপি দেন, অথচ ৭৪ ঘণ্টা বাবদ তার কাছে প্রাপ্য ১ কোটি ১১ লাখ রুপি। আদালতের অভিযোগ, ইমরান খান প্রভাব খাটিয়ে রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। আর এই কারণে তার বিরুদ্ধে মামলা হয়। মঙ্গলবার ওই সংক্রান্ত জবাবদিহি নিশ্চিত করতে পেশোয়ারের আদালতে হাজিরা দিয়েছেন ইমরান খান। যদিও এবারের নির্বাচনে জয়লাভ করা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, তিনি সে সময় প্রদেশের সরকার প্রধানের সঙ্গে বন্যাকবলিত অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন। তিনি ব্যক্তিগত কাজে হেলিকপ্টার ব্যবহার করেননি। তবে ইমরান আদালতের এই জবাবদিহি তলব করার বিষয়টিকে প্রশংসা করে বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’ তিনি আদালতে প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র দাখিল করেন। আদালতের অনেক প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেন ইমরান। এ ছাড়া তার কাছে ১৫ দিনের ভিতর ১৫টি বিশেষ প্রশ্নের লিখিত উত্তর চেয়েছে আদালত। উল্লেখ্য, গত ২৫ জুলাই অনুষ্ঠিত দেশটির পার্লামেন্ট নির্বাচনে ইমরানের দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আগামী শনিবার তার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। তার আগেই তাকে হেলিকপ্টার ব্যবহার করা নিয়ে মামলায় আদালতে হাজিরা দিতে হলো।

সর্বশেষ খবর